Header Ads

Jadukor Pritom Hasan Lyrics

জাদুকর

তুই ভুল করে একবার ভালোবেসে যা। মন নিয়ে আমিতো করিনা খেলা। এই বোকার শহরে আমি একা জাদুকর এসেছি প্রেম ছড়াতে। মনে এক রাশি প্রেম হাতে হারমোনিয়াম, ভেবো না বাঁশি হাতে হ্যামিলনে ছিলাম। এই বোকার শহরে আমি একা জাদুকর এসেছি প্রেম ছড়াতে। যদি আজকেই তুই না দিস দেখা এই মনের পাড়াতে। তবে তুই ছাড়া পুরো শহর আমার হবে। বুঝতেও পারবিনারে বশ করবো তুড়িতে, সবক'টা পথ খোলা রবে তবু পারবি না যেতে তুই। পারবিনা যেতে তুই। আঙুল নেড়ে সুর তুলে জড়িয়ে ফেলি মায়াতে, সবকটা পথ খুলে দেবো তবু পারবেনা যেতে কেউ, পারবেনা যেতে কেউ।

No comments

Theme images by RBFried. Powered by Blogger.